MCL Builders Limited
Facebook Post: আসুন পরিচয় করিয়ে দেই মিরপুর ক্লাবের নতুন পালক প্রোফেসর ডঃ শাহিনের সাথে। ডঃ শাহিনের পোশাকি পরিচয়, বিভাগীয় প্রধান, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইসলামিক ইউনিভার্সিটিটি আব টেকনোলোজি। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী স্যারের পরে বাংলাদেশে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ যে কয়েকজন বিশেষজ্ঞ আছেন অধ্যাপক শাহিন তাদের অন্যতম। ইঞ্জিনিয়ার শাহিনের সবচেয়ে বড় অবদান ছিল পদ্মা ব্রিজের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট টীমের অন্যতম সদস্য হিসাবে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী স্যারের নেতৃত্বে কাজ করা। অধ্যাপক শাহিন কর্ণফুলী টানেল, মেট্রো রেল সহ সমস্ত মেগা প্রোজেক্টের কলসালটেন্ট। ডঃ শাহিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের
৯০ ব্যাচের গ্র্যাজুয়েট। পিএইচডি করেছেন জাপান থেকে। সেখানেই অধ্যাপনা করেছেন দীর্ঘদিন। বাংলাদেশ সরকারের বিশেষ আমন্ত্রনে দেশে এসেছেন মেগা প্রোজেক্ট গুলোর কনসালটেন্ট হিসাবে। আসুন আমরা তাকে মিরপুর ক্লাবে অভিনন্দিত করি গোল্ড মেম্বার হিসাবে।
